Khoborerchokh logo

গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপি‘র পৌর মেয়র প্রার্থী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু । 452 0

Khoborerchokh logo

ছবি,শহীদুল্লাহ্ শহিদ

মোছাদ্দিকুর রহমান মুছা:
গাজীপুরের শ্রীপুর উপজেলা পৌরসভার নির্বাচনে বি এন পি‘র মনোনীত  পৌর মেয়র প্রার্থী ও পৌর বি এন পি‘র সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ শহিদ(৪৫)মৃত্যু বরন করেছেন ( ইন্নালিল্লাহি.....রাজীউন )। তার নিকট আত্মীয় মোঃশাজাহান জানায় শহীদুল্লাহ্ শহিদ দুই সপ্তাহ আগে কোভিড(-১৯)
করোনা পজেটিভ হয়ে চিকিৎসাধীন ছিলেন।গতকাল বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই কন্যা সন্তান রেখে গেছেন।পৌর বি এন পি‘র সাংগঠনিক সম্পাদক এস এম আবুল কালাম আজাদ জানান,চিকিৎসাধীন অবস্থায় তার পক্ষে নেতা-কর্মী ও সমর্থকরা নির্বাচন প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন।কাজী ইস্তাফিজুল হক আকন্দ জেলা নির্বাচন কর্মকর্তা জানান,নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী তফসিল ঘোষনার পর প্রতীক প্রাপ্ত কোন প্রার্থী মারা গেলে, সেই পদের নির্বাচন স্থগিত হয়ে যায়।পরবর্তীতে ঐ পদের প্রতিযোগীদের জন্য নতুন করে তফসিল ঘোষনা ও নির্বাচন অনুষ্ঠিত করার বিধান স্থানীয় সরকার মন্ত্রনালযের । তবে অন্যান্য পদের নির্বাচন পূর্বঘোষিত সিডিউল মোতাবেক অনুষ্টিত হবে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com